দুইটি সংখ্যার অনুপাত ৩ : ২। উভয়রে সাথে ৪ যোগ করলে অনুপাতটি ৭ : ৫ হয়। বড় সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option D
মনেকরি, সংখ্যা দুইটি যথাক্রমে ৩x ও ২x
প্রশ্নমতে, ৩x + ৪ : ২x + ৪ = ৭ : ৫
=> (৩x + ৪) / (২x + ৪) = ৭/৫
=> ১৪x + ২৮ = ১৫x + ২০
=> ১৪x - ১৫x = ২০ - ২৮
=> -x = -৮
=> x = ৮
∴ বড় সংখ্যাটি = ৩ × ৮ = ২৪