মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড কয়টি?

A ২০ টি

B ৮টি

C ১২ টি

D ১৫ টি

Solution

Correct Answer: Option B

মানুষের শরীরে এ পর্যন্ত ২০ ধরনের অ্যামাইনো এসিডের সন্ধান পাওয়া গেছে ।এর মধ্যে ৮ টি কে অপরিহার্য অ্যামাইনো এসিড বলা হয়।সেগুলো হলোঃলাইসিন,ট্রিপেটোফ্যান,মিথিওনিন,ভ্যালিন,লিউসিন,আইসোলিউসিন,ফিনাইল অ্যালানিন ও থ্রিওনাইন।(নবম-দশম শ্রেনীর সাধারণ বিজ্ঞান বই এর ১ম অধ্যায় ৫ পৃষ্ঠা )

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions