সবুজ এবং জসীমের মাসিক বেতনের অনুপাত ২ : ৩ এবং তাদের মাসিক খরচের অনুপাত ৫ : ৮। তাদের প্রত্যেকে প্রতিমাসে যদি ৪০০ টাকা সঞ্চয় করতে পারে তবে জসীমের মাসিক বেতন কত?

A ২৪০০

B ২৮০০

C ৩২০০

D ৩৬০০

Solution

Correct Answer: Option D

মনেকরি, সবুজের মাসিক বেতন = ২x টাকা
এবং জসীমের মাসিক বেতন = ৩x টাকা

আবার, সবুজের মাসিক খরচ = ৫y টাকা
এবং জসীমের মাসিক খরচ = ৮y টাকা 

প্রশ্নমতে, ২x - ৫y = ৪০০ ............(i)
এবং ৩x - ৮y = ৪০০ ............(ii)

(i) x ৮ - (ii) x ৫ ⇒
১৬x - ৪০y = ৩২০০ 
১৫x - ৪০y = ২০০০
(-)  (+)      (-)     
x = ১২০০

∴ জসীমের মাসিক বেতন = ৩ x ১২০০ = ৩৬০০ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions