'সহোদর' কোন সমাসবদ্ধ শব্দ?
A দ্বন্দ্ব
B কর্মধারয়
C তৎপুরুষ
D বহুব্রীহি
E কোনোটিই নয়
Solution
Correct Answer: Option D
-যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্যকোনো পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে।
-এখানে সহোদর বহুব্রীহি সমাস। এর ব্যাসবাক্য – সহ (সমান) উদর যার।