ঘণ্টায় ৪২ কি.মি. বেগে ধাবমান একটি ট্রেন ২৩০ মিটার একটি প্লাটফর্ম ৩০ সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
Solution
Correct Answer: Option B
ট্রেনটির গতিবেগ = ৪২ কি.মি./ঘণ্টা
= ৪২ × ৫/১৮ মি./সে.
= ৩৫/৩ মি./সে.
মনেকরি, ট্রেনটির দৈর্ঘ্য = x মি.
শর্তমতে, (x + ২৩০)/(৩৫/৩) = ৩০
⇒ {(x + ২৩০) × ৩}/৩৫ = ৩০
⇒ x + ২৩০ = (৩০ × ৩৫)/৩
⇒ x + ২৩০ = ৩৫০
⇒ x = ৩৫০ - ২৩০
⇒ x = ১২০