x এবং y দুটি ধনাত্মক সংখ্যা এবং x = y - (50/y)। যদি y এর মান দ্বিগুণ করা হয় তবে x এর মান-
A কমবে
B দ্বিগুণ হবে
C দ্বিগুণের চেয়ে বেশি বাড়বে
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option C
দেওয়া আছে, x = y - (50/y)
এখন, y = 10 হলে,
x = 10 - (50/10)
= 10 - 5
= 5
আবার, y = 20 হলে অর্থাৎ দ্বিগুণ করলে
x = 20 - (50/20)
= 20 - 2.5
= 17.5 যা 5 এর দ্বিগুণের চেয়ে বেশি