বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বড় কারখানা কোথায় অবস্থিত?
A ঢাকা
B রাজশাহী
C চট্টগ্রাম
D সৈয়দপুর
Solution
Correct Answer: Option D
- বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত ।
- এর প্রতিষ্ঠাকাল ১৮৭০ সাল ।
- এটি দেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানা।
- ১৮৭০ সালে রংপুরের তাজহাট জমিদার এর দান করা জমির উপর একটি মিটার-গেজ বাষ্পচালিত লোকোমোটিভের মেরামত শেড হিসেবে সৈয়দপুর রেলওয়ে কারখানা প্রতিষ্ঠিত হয়।