ইমদাদুল হকের উপন্যাস নিচের কোনটি?

A জোহরা

B মানবজমিন

C সারাবেলা

D উত্তম পুরুষ

Solution

Correct Answer: Option C

- ইমদাদুল হক মিলনের রোমান্টিক উপন্যাস ‘সারাবেলা' (১৯৮৮)। এ উপন্যাসে তিনি দুই তরুণ- তরুণীর কাছে এসেও না পাওয়ার বিরহকে ফুটিয়ে তুলেছেন।
- মোজাম্মেল হক রচিত উপন্যাস ‘জোহরা’ (১৯১৭);
- ভারতীয় বাঙালি লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত উপন্যাস ‘মানবজমিন' (১৯৮৮);
- রশীদ করিম কর্তৃক দেশবিভাগের প্রেক্ষাপটে রচিত উপন্যাস ‘উত্তম পুরুষ’ (১৯৬১)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions