দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হলেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে ?
A দুটি বাহু ও এক সমকোণ
B একবাহু ও দুইকোণ
C তিনটি বাহু
D তিনটি কোণ
Solution
Correct Answer: Option D
দুটি ত্রিভুজের সর্বসম হওয়ার শর্ত হলো তিনটি কোন ও তিনটি বাহু সমান হওয়া। কিন্তু ক, খ ও ঘ সমান হলেই তিনটি কোন ও তিনটি বাহু সমান হয়ে যায়। অথচ তিনটি কোন সমান হলে সর্বসম নাও হতে পারে।