‘Wing of Fire’ গ্রন্থের রচয়িতা কে?

A নেলসন ম্যান্ডেলা

B মাদার তেরেসা

C অ্যালফ্রেড মার্শাল

D এপিজে আবদুল কালাম

Solution

Correct Answer: Option D

- ‘Wings of Fire’ (উইংস অব ফায়ার) হলো ভারতের সাবেক রাষ্ট্রপতি এবং বিশ্বখ্যাত পরমাণু বিজ্ঞানী এ. পি. জে. আবদুল কালামের আত্মজীবনীমূলক গ্রন্থ।
- ১৯৯৯ সালে প্রকাশিত এই বইটিতে তার শৈশব, প্রতিকূলতা পেরিয়ে শিক্ষালাভ এবং ভারতের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিকাশে তার অবদানের কথা বর্ণিত হয়েছে।
- বইটি তিনি অরুণ তিওয়ারির সাথে যৌথভাবে রচনা করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions