Solution
Correct Answer: Option B
২৩ ফেব্রুযারী , ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কর্তৃক আনুষ্ঠানিকভাবে ঘোষিত 'আমাদের বাঁচার দাবি' খ্যাত এই ছয় দফা দাবিগুলো হলো:
- শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি।
- কেন্দ্রীয় সরকারের ক্ষমতা।
- মুদ্রা বা অর্থ সম্বন্ধনীয় ক্ষমতা।
- রাজস্ব কর/শুল্ক সম্বন্ধনীয় ক্ষমতা।
- বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা।
- আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।
বঙ্গবন্ধুর ঘোষিত ছয়দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম 'ছয়দফা : আমাদের বাঁচার দাবি।'