প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?

A চন্দ্রগুপ্ত মৌর্য

B অশোক মৌর্য

C সমুদ্র গুপ্ত

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option A

- মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠাতা- চন্দ্রগুপ্ত
- মৌর্য রাজধানী- পাটলীপুত্র প্রথম সর্বভারতীয় রাষ্ট্র/
- ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য- মৌর্য সাম্রাজ্য
- প্রথম সর্বভারতীয় রাষ্ট্র/ ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য স্থাপন করেন- চন্দ্রগুপ্ত
- মৌর্য সম্রাট অশোক- মৌর্য সম্রাট কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করেন।
- মৌর্যবংশের রাজাদের ক্রম (সকলের সময়েই বাংলা মৌর্য সাম্রাজ্যের অন্তর্গত ছিল, এমন নয়): চন্দ্রগুপ্ত মৌর্য> বিন্দুসর> সম্রাট অশোক> দাশরথ> সম্প্রতি> সালিশুকা> দেববর্মণ> শতধনবান> বৃহদ্রথা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions