কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৫, ১০, ১৫ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ভাগশেষ ১ হবে-
Solution
Correct Answer: Option A
প্রথমে ৫, ১০ ও ১৫ এর ল.সা.গু নির্ণয় করি –
৫, ১০, ১৫ এর ল.সা.গু = ৩০
৫, ১০, ১৫ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ থাকবে,
⇒ সংখ্যাটি হবে ৩০ এর গুণিতক + ১
তাহলে, সংখ্যাটি = ৩০ × ২ + ১ = ৬১
ক্ষুদ্রতম সংখ্যা = ৬১