'অদিতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

A পৃথ্বী

B নীর

C অবনী

D ক্ষিতি

Solution

Correct Answer: Option B

- ‘অদিতি’ শব্দের অর্থ পৃথিবী।
- পৃথিবীর অন্যান্য সমার্থক শব্দগুলো হলো -ধরা, ধরণী, ধরিত্রী, মহী, মেদিনী, ক্ষিতি, অবনী, বসুন্ধরা, বসুমতী, দুনিয়া, বসুধা, ভূ, ভূমণ্ডল, জগৎ, মর্ত্য, ব্রহ্মাণ্ড, বিশ্ব, ভুবন, অখিল, ভূলোক, সংসার প্রভৃতি।
- অন্যদিকে নীর শব্দের সমার্থক : পানি, জল, বারি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions