কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
Solution
Correct Answer: Option B
- কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' সেপ্টেম্বর, ১৯২২ সালে প্রকাশিত হয়।
- কিন্তু এর প্রথম কবিতা 'বিদ্রোহী' ১৯২১ সালে 'সাপ্তাহিক বিজলী' পত্রিকায় প্রথম (২২ ডিসেম্বর, ১৯২১ - জানুয়ারি, ১৯২২) প্রকাশিত হয়।
- এ কবিতার জন্যই তাকে 'বিদ্রোহী কবি' বলা হয়।
- এ কবিতাটির শতবর্ষ উদ্যাপিত হয় ২০২১ সালের ডিসেম্বরে।
- কবিতাটি অসহযোগ আন্দোলনের (১৯২০-২২) প্রেক্ষাপটে লেখা।
- বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় ১৯৭২ সালে।
• তাঁর বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থঃ
- অগ্নিবীণা,
- মরুভাস্কর,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- দোলনচাঁপা,
- সন্ধ্যা,
- চক্রবাক,
- চন্দ্রবিন্দু,
- ছায়ানট,
- বিষের বাঁশি,
- সর্বহারা,
- সিন্ধু হিন্দোল,
- সাম্যবাদী,
- ফনিমনসা ইত্যাদি।