দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে -
A ১৯৪২ সালের নভেম্বর মাসে
B ১৯৪৩ সালের ফেব্রুয়ারি মাসে
C ১৯৪৫ সালের এপ্রিল মাসে
D ১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে
Solution
Correct Answer: Option C
১৯৪৫ সালের ৩০ এপ্রিল হিটলার আত্মহত্যা করলে জার্মানির পতন ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে জার্মানি ৭ মে, ১৯৪৫ সোভিয়েত জেনারেল জর্জ জোকভের নিকট আত্মসমর্পন করে।