বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায়?
Solution
Correct Answer: Option B
- বিখ্যাত ‘শাহ সুলতান বলখী মহীসাওয়ার’ এর মাজারটি বগুড়া শহর থেকে ১০ কিমি দূরে মহাস্থানের দক্ষিণ-পূর্বে কোণে অবস্থিত।
- মহাস্থানগড়ের প্রধান নিদর্শনগুলো হলো বৈরাগী ভিটা, গোবিন্ধ ভিটা, খোদাই পাথর ভিটা, সভাবাটি, শীলা দেবীর ঘাট, পশুরামের প্রাসাদ ইত্যাদি।
- সুলতান বলখী ১৪শ শতাব্দীতে পুন্ড্রবর্ধনের রাজা পরশুরামকে পরাজিত করে পুন্ড্রবর্ধন জয় করেন।
- তিনি ১৩৪৩ খ্রিস্টাব্দে রাজা পরশুরামকে পরাজিত করেন। পরশুরাম ছিলেন পন্ড্রবর্ধনের শেষ রাজা।
উৎসঃ বাংলাপিডিয়া।