Correct Answer: Option A
৩ টির ক্রয় মূল্য = ১ টাকা
১ টির ক্রয় মূল্য = ১/৩ টাকা আবার,
২ টির বিক্রয় মূল্য = ১ টাকা
১ টির বিক্রয় মূল্য = ১/২ টাকা
লাভ = ১/২ - ১/৩
= (৩-২)/৬
= ১/৬
তাহলে,
শতকরা লাভ = ১*৩*১০০/৬ = ৫০%
দ্বিতীয় পদ্ধতিঃ
১ টাকায় ক্রয় করে = ৩ টি আম
১০০ '' '' '' =৩×১০০ = ৩০০টি আম
২টি আমের বিক্রয়মূল্য = ১ টাকা
৩০০টি '' '' = {(১×৩০০)÷২} = ১৫০ টাকা
∴ লাভ = (১৫০-১০০)% = ৫০%
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions