Solution
Correct Answer: Option C
- বিশ্বের দক্ষিণের ২৮টি দেশ তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সমন্বয় সাধনের জন্য ১৯৮৬ সালে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে বৈঠক করে, যা ১৯৮৭ সালে ‘সাউথ কমিশন’ নামে সাংগঠনিক রূপ লাভ করে।
- তাঞ্জানিয়ার সাবেক প্রেসিডেন্ট জুলিয়াস কে নায়ারে এ কমিশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
- বর্তমানে সাউথ কমিশনের পরিবর্তিত রূপ হলো সাইথ সেন্টার, যা আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ৫৪টি উন্নয়নশীল রাষ্ট্র নিয়ে গঠিত।
- এ সংগঠনের বর্তমান চেয়ারপার্সন থাবো মভায়েলা এমবেকি (দ. আফ্রিকা) ও নির্বাহী পরিচালক কার্লোস এম কোরেয়া।