কম্পিউটার সফটওয়্যার বলতে কি বুঝানো হয়-
A এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
B তথ্য দেওয়া ও তথ্য নেওয়ার অংশ বিশেষ
C যে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
D কম্পিউটার তৈরির নক্সা
Solution
Correct Answer: Option A
- সঠিক উত্তর: এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল।
- কম্পিউটার সফটওয়্যার বলতে বোঝানো হয় সেই সব প্রোগ্রাম ও নির্দেশাবলি, যেগুলো কম্পিউটারকে নির্দিষ্ট কাজ সম্পাদনে সহায়তা করে।
- এটি হল কম্পিউটারের অদৃশ্য অংশ, যার মাধ্যমে হার্ডওয়্যারের কার্যকারিতা পরিচালিত হয়।