"এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধবমুখী কৃষ্ণচূড়ার নিচে সেখানে আমি কাঁদতে আসিনি" এর রচয়িতা-
A জহির রায়হান
B গাফফার চৌধুরী
C শামসুর রহমান
D মাহবুব আলম চৌধুরী
Solution
Correct Answer: Option D
একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ রচনা করেন মাহবুব-উল-আলম চৌধুরী। এই কবিতারই অংশ উল্লিখিত কবিতাংশটি। কবিতাটি হাসান হাফিজুর রহমান এর একুশের প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ তে প্রকাশিত হয়।