নিম্নলিখিত কোন বাক্যে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?

A ঘোড়াকে চাবুক মার

B গাড়ি স্টেশন ছেড়েছে

C মুষলধারে বৃষ্টি পড়েছে

D ডাক্তার ডাক

Solution

Correct Answer: Option A

-ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা মহায়ককেই করণ কারক বলা হয়।
-বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে ‘কিসের দ্বারা’ ‘কি উপায়ে’ প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তা-ই করণ কারক।
-যেমন: ঘোড়াকে চাবুক মার (কারণে শূন্য)।
-জগতে কীর্তিমান হয় সাধনায় (উপায়-সাধনা),
-ফুলে ফুলে ঘর ভরেছে (উপকরণ → খুল) ডাক্তার ডাক (কর্মে শূন্য)।
-গাড়ি স্টেশন ছেড়েছে (অপাদানে শূন্য)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions