একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার । ত্রিভুজের ক্ষেত্রফল কত ?
A ৬৪√৩ বর্গমিটার
B ১৯২বর্গমিটার
C ৬৪ বর্গমিটার
D ৩২√৩ বর্গমিটার
Solution
Correct Answer: Option A
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × বাহু২
= (√৩/৪) × ১৬২
= (√৩/৪) × ২৫৬
= ৬৪√৩ বর্গমিটার
∴ ত্রিভুজটির ক্ষেত্রফল ৬৪√৩ বর্গমিটার।