রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায়-
A রেডিও ট্রান্সমিটার সংযোগে দূর থেকে তথ্য সংগ্রহ
B রাডারের সাহায্যে চারিদিকের পরিবেশের অবলোকন
C কোয়াসার প্রভৃতি মহাজাতিক উৎস থেকে সংকেত অনুধাবন
D উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূ-মন্ডলের অবলোকন
Solution
Correct Answer: Option D
উপগ্রহের সাহায্যে অতিশাব্দিক তরঙ্গ বা আল্ট্রা সাউন্ড ওয়েভের মাধ্যমে কোনো বস্তুকে স্ক্যান করে যে সংকেত পাওয়া যায় তা ব্যবহার করে ফটো তোলার মাধ্যমে ভূমণ্ডল অবলোকন করা হয়।
- রিমোট সেন্সিং বলতে স্পর্শ না করে দূর থেকে তথ্য সংগ্রহ করাকে বোঝায়।
- এই প্রযুক্তিতে বিভিন্ন ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ (যেমন আলো, রেডিও তরঙ্গ) ব্যবহার করা হয়।
- উপগ্রহে স্থাপিত সেন্সর এই তরঙ্গগুলোকে গ্রহণ করে এবং বিশ্লেষণ করে।
- এই বিশ্লেষণের মাধ্যমে আমরা ভূ-মন্ডলের বিভিন্ন তথ্য (যেমন ভূমি ব্যবহার, বনভূমি, জলবায়ু, খনিজ সম্পদ) জানতে পারি।