মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন, শবরপা চর্যার কবিদের মধ্যে প্রাচীন কবি এবং তিনি বাংলাদেশের লোক। শবরপা লুইপা'র গুরু যিনি চর্যাপদের প্রথম টিকা লিখেছেন এবং নাগার্জুনের শিষ্য ছিলেন। সংস্কৃত ও অপভ্রংশ মিলে তিনি মোট ১৬টি গ্রন্থ লিখেছেন। চর্যাপদে ২৮ ও ৫০ নং পদ দুটি তার রচনা। শবরপা এর জীবনকাল ৬৮০ থেকে ৭৬০ খ্রিষ্টাব্দের মধ্যে সেই হিসবে তিনি বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি।
- চর্যাপদের প্রথম পদটি লুইপার। সে হিসেবে বাংলা সাহিত্যের আদি কবি/প্রথম কবি/প্রথম চর্যাকার লুই পা। লুইপার জীবনকাল ৭৩০ থেকে ৮১০ খ্রিষ্টাব্দের মধ্যে।