গগণে উঠিল রবি, লোহিত বরণ- গগণে কোন কারকে কোন বিভক্তি

A অপাদানে শূণ্য

B অপাদানে সপ্তমী

C করলে সপ্তমী

D অধিকরণে সপ্তমী

Solution

Correct Answer: Option D

ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ', 'য়', 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যথাঃ
- আধার (স্থান) : আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই।
- কাল (সময়) : প্রভাতে সূর্য ওঠে।

'গগণে উঠিল রবি, লোহিত বরণ' - বাক্যে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ ঘটেছে।
বাক্যটি ক্রিয়া নিষ্পন্ন হওয়ার কালকে বোঝাচ্ছে। 
এখানে -এ বিভক্তি যুক্ত হইয়েছে বলে বাক্যটি অধিকরণে সপ্তমী বিভক্তি প্রকাশ করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions