চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি?
A আখের ছোবড়া
B বাঁশ
C জারুল গাছ
D নল- খাগড়া
Solution
Correct Answer: Option B
রাঙ্গামাটির চন্দ্রঘোনা কাগজ কলের নাম কর্ণফুলী পেপার মিলস। ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত এ কাগজ কলটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম কাগজ কল। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে প্রচুর বাঁশ জন্মে এবং বাঁশ ব্যবহার করে কর্ণফুলী পেপার মিলে কাগজ তৈরি হয়।