কোনটি ওআইসি এর অংগ সংস্থা নয়?

A আন্তজাতিক ইসলামী আদালত

B ইসলামী উন্নয়ন ব্যাংক

C সাধারন সচিবালয়

D ইসলামী বানিজ্য উন্নয়ন কেন্দ্র

Solution

Correct Answer: Option D

ইসলামী উন্নয়ন ব্যাংক বা Islamic Development Bank - IDB একটি বহুমুখী উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান যা সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- এটি ইসলামী সহযোগিতা সংস্থার অর্থমন্ত্রী ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত করেন।
- ব্যাংকটি ১৯৭৫ সালের ২০ অগাস্ট বাদশাহ ফয়সালের বিশেষ অণুপ্রেরণায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
- বর্তমানে ৫৭টি দেশ ব্যাংকটির সদস্য।
- ব্যাংকটির সদস্য হওয়ার মূল শর্ত হল সদস্যপদপ্রার্থী দেশটিকে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য হতে হবে।
- ওআইসিভুক্ত দেশ আইভরি কোস্ট আইডিবির সদস্য নয়।

ওআইসি-এর অঙ্গ সংগঠন ১১টি:
১. ইসলামী সম্মেলন,
২. পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিল,
৩. স্ট্যান্ডিং কমিটি,
৪. নির্বাহী কমিটি,
৫. আন্তর্জাতিক ইসলামী বিচার আদালত,
৬. মানবাধিকার বিষয়ক স্বাধীন স্থায়ী কমিশন,
৭. স্থায়ী প্রতিনিধি কমিটি,
৮. সাধারণ সচিবালয়,
৯. সাবসিডিয়ারি অর্গান,
১০. বিশেষায়িত ইনস্টিটিউট এবং
১১. অনুমোদিত ইনস্টিটিউট।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions