বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?
A দশম থেকে চতুর্দশ শতাব্দী
B একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
C দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
D ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
Solution
Correct Answer: Option A
বাংলা ভাষার আদিস্তর ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, দশম থেকে চতুর্দশ শতাব্দী। ড. মুহাম্মদ শহীদুল্লার মতে, সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী।