স্ট্রোক আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারন হতে পারে এটি কি?

A হৃদপিন্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া

B মস্তিষ্কে রক্তক্ষরন এবং রক্ত প্রবাহে বাধা

C হৃদপিন্ডের আংশবিশেষের অসাড়তা

D ফুসফুস হঠাৎ বিকেল যাওয়া

Solution

Correct Answer: Option B

- কোনো কারণে মস্তিষ্কের কোথাও রক্ত সরবরাহ বন্ধ হলে বা মস্তিষ্কের কোনো শিরা বা ধমনী ছিঁড়ে গেলে সে অবস্থাকে স্ট্রোক বলে।
- স্ট্রোকের ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ দ্রুত সংঘটিত হয় ও সঙ্গে সঙ্গে রোগী জ্ঞান হারিয়ে ফেলে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions