'League of Arab States' - এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

A তিইনিস

B কায়রো

C রাবাত

D জেদ্দা

Solution

Correct Answer: Option B

- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর স্থাপিত হয় মিশরের রাজধানী কায়রোতে।
- মিশর ও ইসরাইলের মধ্যকার ক্যাম্প ডেভিড চুক্তি সাক্ষরের পর ১৯৭৯ সালের ২৬ মার্চ মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয় এবং সদর দপ্তর তিউনিসিয়ায় স্থানান্তরিত হয়।
- ১৯৮৯ সালের ২৩ মে মিশর পুনরায় আরব লীগে যোগ দেয় এবং সদর দপ্তর পুনরায় কায়ারোতে স্থানান্তরিত হয়।
- আরব লীগের বর্তমান সদস্য রাষ্ট্র ২২।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions