নিত্য ব্যবহার্য বহু এরোসোলের কৌটায় এখন লেখা থাকে সি. এফ. সি বিহীন। সি.এফ.সি গ্যাস কেন ক্ষতিকর?

A ফুসফুসে রোগ সৃষ্টি করে

B গ্রীন হাউজ এফেক্টের অবদান রাখে

C ওজন স্তরে ফুটো সৃষ্টি করে

D দাহ্য বলে অগ্নিকান্ডের সম্ভাবনা ঘটায়

Solution

Correct Answer: Option C

- সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন (Chloro Flore Carbon) । এ গ্যাস বায়ুমণ্ডলের ওজোনস্তরকে ফুটো করে দেয়।
- ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে পৌঁছে।
- এতে মানুষের চর্ম ক্যান্সার ও অন্যান্য মারাত্মক রোগ দেখা দেয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions