কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?

A মেঘনদবদ কাব্য

B দুর্দেশনন্দিনী

C নীলদর্পণ

D অগ্নিবীনা

Solution

Correct Answer: Option C

- ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থ দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটক।
- ১৮৬০ সালে প্রকাশিত নাটকটিতে বাংলাদেশের মেহেরপুর অঞ্চলের নীলকরদের অত্যাচার ও নীলচাষীদের দুঃখ-কষ্ট বর্ণিত হয়েছে।
- ১৮৬১ সালে মাইকেল মধুসূদন দত্ত A Native ছদ্মনামে নাটকটি The Indigo Planting Mirror নামে অনুবাদ করেন।

দীনবন্ধু মিত্র রচিত অন্যান্য নাটকের মধ্যে:
-কমলে কামিনী,
-লীলাবতী,
-নবীন তপস্বিনী,
-জামাই বারিক, উল্লেখযোগ্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions