NATO কবে প্রতিষ্ঠিত হয়?

A ১৯৪৭ সালের ৪ আগষ্ট

B ১৯৪৯ সালের ৪ এপ্রিল

C ১৯৫০ সালের ৪ এপ্রিল

D ১৯৫১ সালের ৪ মে

Solution

Correct Answer: Option B

- কমিউনিজম তথা ওয়ারশ জোট রোধকল্পে ধনতান্ত্রিক দেশসমূহের সামরিক জোট NATO ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়।
- NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি।
- NATO র বর্তমান সদস্য ৩২ টি।
- সর্বশেষ সদস্য দেশ - সুইডেন ।
- NATO ভুক্ত মুসলিম দেশ ২টি - তুরস্ক ও আলবেনিয়া।
- এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল যুক্তরাজ্যের লন্ডনে।
- NATOএর বর্তমান সদর দপ্তর ব্রাসেলস (বেলজিয়াম)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions