Solution
Correct Answer: Option D
- Ordinance (অর্ডিন্যান্স) বলতে বোঝানো হয় একটি আইন বা বিধান। সাধারণত যখন সংসদ (Parliament) চলমান না থাকে, তখন রাষ্ট্রপতি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি প্রয়োজনে একটি অস্থায়ী আইন জারি করতে পারেন, সেটাকেই Ordinance বলা হয়। এটি মূলত দেশের শাসনব্যবস্থায় দ্রুত কোনো সিদ্ধান্ত কার্যকর করার একটি পদ্ধতি। পরে সংসদ চলাকালীন এই Ordinance সংসদে পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হয়।
- Ordinance হলো অস্থায়ীভাবে জারি করা একটি আইন।