বশির মামুনের চেয়ে বয়সে বড় কিন্তু রাজুর চেয়ে ছোটো। জাফর দুলালের চেয়ে বড় কিন্তু মামুনের চেয়ে ছোটো। এদের মধ্যে সবচেয়ে বয়স্ক কে?

A রাজু

B মামুন

C বশির

D জাফর

E কোনটি নয়

Solution

Correct Answer: Option A

প্রশ্নে দেওয়া তথ্য অনুযায়ী:
বশির মামুনের চেয়ে বড় কিন্তু রাজুর চেয়ে ছোট।
অর্থাৎ, রাজু > বশির > মামুন।

জাফর দুলালের চেয়ে বড় কিন্তু মামুনের চেয়ে ছোট।
অর্থাৎ, বশির > মামুন > জাফর > দুলাল।

এ থেকে স্পষ্ট যে, রাজু সবার চেয়ে বড়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions