৪ জন পুরুষ বা ৮ জন মহিলা একটি কাজ ৯ দিনে করতে পারে। ৬ জন পুরুষ এবং ৬ জন মহিলা সেই কাজ কত দিনে করতে পারবে?
A ৩
B ৪
C ৫
D ৬
E কোনটি নয়
Solution
Correct Answer: Option B
৪ জন পুরুষ = ৮ জন মহিলা
∴ ১ জন পুরুষ = ৮/৪ জন মহিলা
∴ ৬ জন পুরুষ = (৮ × ৬)/৪ জন মহিলা
= ১২ জন মহিলা
৬ জন পুরুষ এবং ৬ জন মহিলা = (১২ + ৬) = ১৮ জন মহিলা
প্রশ্নমতে,
৮ জন মহিলা কাজটি করতে পারে = ৯ দিনে
∴ ১ জন মহিলা কাজটি করতে পারে = (৯ × ৮) দিনে
∴ ১৮ জন মহিলা কাজটি করতে পারে = (৯ × ৮)/১৮ = ৪ দিনে
∴ কাজটি করতে পারবে = ৪ দিনে।