বাংলাদেশে ঢুকার পর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র-যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে-
A গোয়ালন্দ
B বাহাদুর বাদ
C ভৌরব বাজার
D নারায়নগঞ্জ
Solution
Correct Answer: Option A
- বাংলাদেশের রাজশাহী সীমান্ত দিয়ে প্রবেশ করে পদ্মা নদী (ভারতীয় নাম ‘গঙ্গা’)।
- ব্রহ্মপুত্র-যমুনার সাথে রাজবাড়ী জেলার গোয়ালন্দে মিশেছে।
- মিলিত প্রবাহ পদ্মা নামে চাঁদপুরে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে এবং এরপর মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।