উপসর্গের সংঙ্গে প্রত্যয়ের পার্থক্য-
A অব্যয় ও শব্দাংশ
B নতুন শব্দ গঠনে
C উপসর্গ থাকে সামনে ও প্রত্যয় থাকে পিছনে
D ভিন্ন অর্থ প্রকাশে
Solution
Correct Answer: Option C
- কতগুলো বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে ও অর্থের পরিবর্তন সাধন করে, এই রূপ বর্ণ বা বর্ণসমষ্টিকে উপসর্গ বলে ।
- ক্রিয়া ও নাম প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয় তাকে প্রত্যয় বলে।
- প্রত্যয় শব্দ বা ধাতুর পরে বসে নতুন অর্থবোধক শব্দ গঠন করে।