কৌশলে কার্যোদ্ধার -কোনটির অর্থ?
A গাছে তুলে মই কাড়া
B এক খুড়ে মাথা মোড়ানো
C ধরি মাছ না ছুই পানি
D আকাশের চাদ হাতে পাওয়া
Solution
Correct Answer: Option C
- গাছে তুলে মই কাড়া: সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা।
- এক ক্ষুরে মাথা মোড়ানো (কামানো): একই স্বভাবের।
- ধরি মাছ না ছুঁই পানি: কৌশলে কার্যোদ্ধার।
- আকাশের চাঁদ হাতে পাওয়া: দুর্লভ বস্তু হাতে পাওয়া।