ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?
A শীতলক্ষা
B বুড়িগঙ্গা
C ধরলা
D বংশী
Solution
Correct Answer: Option B
• ব্রহ্মপুত্র-যমুনা নদীর উপনদী ধরলা এবং প্রধান শাখানদী পুরনো ব্রহ্মপুত্র ও ধলেশ্বরী।
• আবার ধলেশ্বরী নদীর প্রশাখা হচ্ছে বুড়িগঙ্গা এবং পুরনো ব্রহ্মপুত্র নদীর প্রশাখা হচ্ছে শীতলক্ষ্যা।