ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৪৫ মাইল। করিম ঘন্টায় ৩ মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় ৪ মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওয়ানার এক ঘণ্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওয়ানা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে?

A ২৪ মাইল

B ২৩ মাইল

C ২২ মাইল

D ২১ মাইল

Solution

Correct Answer: Option A

করিম ১ ঘন্টায় যায় ৩ মাইল। এবং আগে রওনা দেওয়ায় বাকি থাকে (৪৫-৩) = ৪২ মাইল
উভয়ে একত্রে ১ ঘন্টায় অতিক্রম করে (৩+৪) = ৭ মাইল
উভয়ে একত্রে ৪২ মাইল অতিক্রম করে ৪২/৭ = ৬ ঘন্টায়
৬ ঘন্টায় রহিম টাঙ্গাইল থেকে ঢাকা অভিমূখে ৬X৪ = ২৪ কিমি হেটে করিমের সাথে দেখা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions