একটি বাড়ি ৪০ ফুট উচু।একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে।উপরে মইটি বাড়িটির ছাদ ছুয়ে আছে।মইটি কত ফুট লম্বা?
Correct Answer: Option B
বাড়ির দেয়াল মইয়ের সাথে সমকোণ তৈরী করেছে।
তাই, সমকোণী ত্রিভূজের ক্ষেত্রে,
অতিভূজ²= লম্ব²+ভূমি² = ৪০²+৯² = ১৬৮১
∴ অতিভূজ = √১৬৮১ = ৪১ ফুট
∴ মইয়ের উচ্চতা = ৪১ ফুট
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions