একটি বৃত্তের ব্যাস 20 সে.মি. হলে উহার ক্ষেত্রফল কত?
A 314 বর্গ সে.মি.
B 326 বর্গ সে.মি.
C 400 বর্গ সে.মি.
D 324 বর্গ সে.মি.
Solution
Correct Answer: Option A
বৃত্তের ব্যাস = 20মি.
ব্যাসার্ধ r = 20/2 সে.মি. বা 10 সে.মি.
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2
= 3.14 × 102
= 314 বৰ্গ সে.মি.