দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কিসের খনি রয়েছে?

A কঠিন শিলা

B কয়লা

C চুনা পাথর

D সাদামাটি

Solution

Correct Answer: Option B

- বাংলাদেশে প্রথম কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়- জামালগঞ্জ, জয়পুরহাট ১৯৬২ সালে।
- তারপর ১৯৮৫ সালে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চৌহালি গ্রামের বড়পুকুরিয়ায় কয়লা পাওয়া যায়।
- এ পর্যন্ত বাংলাদেশের আবিষ্কৃত কয়লাক্ষেত্র গুলোর মধ্যে বড়পুকুরিয়ার কয়লাই ভূ-পৃষ্ঠে স্বল্প গভীরতায় অবস্থিত।
- বর্তমানে এখানে থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions