- অস্তিত্ববাদ একটি দার্শনিক মতবাদ। - এ মতবাদের প্রবক্তা সেরেন কেয়াকেগার্ড। - অস্তিত্ববাদ মন নিরপেক্ষ সত্তার স্বাধীন অস্তিত্ব স্বীকার করে এবং অস্তিত্ব সারসত্তার পূর্বগামী এ ধারণার উপর ও মতবাদ প্রতিষ্ঠিত।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions