বাগেরহাট খান জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট?
A আশি
B সাতাশি
C একাশি
D ষাট
Solution
Correct Answer: Option C
- বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদটি সুলতানি আমলে নির্মিত।
- খান জাহান আলী কর্তক মসজিদটি নির্মিত হয়।
- বাংলাদেশের প্রাচীন আমলের মসজিদগুলোর মধ্যে এটি বৃহত্তম।
- ‘ষাটগম্বুজ’ নাম হলেও এ মসজিদের গম্বুজসংখ্যা ৮১টি। ওপরে ৭৭টি এবং চারকোণে ৪টি।