কোনটি স্তন্যপায়ী প্রানী নয়?

A হাতি

B কুমির

C তিমি

D বাদুর

Solution

Correct Answer: Option B

- স্তন্যপায়ী প্রাণীরা সাধারণত তাদের শিশুদের দুধ পান করায়, দেহে লোম থাকে এবং তারা উষ্ণ রক্তবিশিষ্ট হয়।
- হাতি, তিমি ও বাদুর—এই তিনটি প্রাণীই শিশুদের দুধ পান করায় এবং স্তন্যপায়ী শ্রেণিভুক্ত।

- কিন্তু কুমির একটি সরীসৃপ (reptile), যা ডিম পাড়ে এবং শিশুদের দুধ পান করায় না।
- কুমিরের দেহে লোম নেই এবং এটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী। তাই কুমির স্তন্যপায়ী নয়।
- এরা উভচর অর্থাৎ জলে ও স্থলে উভয় জায়গাতেই বাস করতে পারে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions