The author states that during wartime the regular sources of news present only -
Solution
Correct Answer: Option C
- প্রশ্নে বলা হয়েছে—"The author states that during wartime the regular sources of news present only..." অর্থাৎ, লেখক বলেছেন যে যুদ্ধকালীন সময়ে প্রচলিত সংবাদ উৎসগুলো কেবল কী উপস্থাপন করে।
- যুদ্ধকালীন সময়ে সরকার বা কর্তৃপক্ষ প্রায়ই সংবাদ মাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ করে।
- এতে সত্য তথ্য পুরোপুরি প্রকাশ পায় না। সংবাদগুলো সেন্সর করা হয়, যাতে কৌশলগত বা মনোবলের দিক থেকে বিপরীত প্রভাব না পড়ে।
- এ কারণে সংবাদ মাধ্যমগুলো সব তথ্য না দিয়ে কেবলমাত্র কিছু নির্দিষ্ট তথ্য—অর্থাৎ সীমিত তথ্য (limited information)—উপস্থাপন করে।
- তাই লেখকের বক্তব্য অনুযায়ী, যুদ্ধকালীন সময়ে প্রচলিত সংবাদ উৎসগুলো "limited information" বা সীমিত তথ্য-ই দেয়। এটি সবচেয়ে উপযুক্ত ও যথাযথ উত্তর।