ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিঃ মিঃ। ঢাকা থেকে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে গিয়ে বিকেল ৩ টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতি ঘণ্টায় কত ছিল?
A ২৪.৫ কি: মিঃ
B ৩৭.৫ কি: মিঃ
C ৪২.০ কি: মিঃ
D ৪৫.০ কি: মিঃ
Solution
Correct Answer: Option B
ট্রেনটি যেতে মোট সময় লাগে ৮ ঘন্টা।
৮ ঘন্টায় অতিক্রম করে ৩০০ কিমি
১ ঘন্টায় অতিক্রম করে ৩০০/৮ কিমি
= ৩৭.৫ কিমি